ঢাকাMonday , 18 November 2024
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

admin
November 18, 2024 4:18 pm
Link Copied!

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনের পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মোহরা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোহান এবং ছাত্রলীগ কর্মী মো. সজীব হোসেন। আমিনুল নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরা এলাকার শাহ আলম কন্ট্রাক্টরের বাড়ির আব্দুস সবুরের ছেলে এবং সজীব ভোলা জেলার সদর উপজেলার মো. জালাল বাউলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে আমিনুল ইসলাম রোহানকে বৈষম্যবিরোধী আন্দোলনকালে নিহত দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন (১৬) হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, সজীবকে একই আন্দোলনে নিহত ছাত্র তানভীর ছিদ্দীকি হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, সিডিএমএস যাচাই করে গ্রেপ্তার রোহানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি বিস্ফোরকদ্রব্য আইনে হওয়া একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।