ঢাকাTuesday , 3 December 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা

admin
December 3, 2024 2:38 am
Link Copied!

ভারতীয় সংবাদমাধ্যম ও রাজনীতিবিদদের ‘বাংলাদেশবিরোধী অপপ্রচার’ বন্ধের দাবিতে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে হেফাজতে ইসলামের যাত্রা, সমাবেশ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) নগরের খুলশী এলাকার হাবিব লেনে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন এবং এর আশপাশের এলাকা ঘুরে বাড়তি নিরাপত্তার বিষয়টি লক্ষ্য করা গেছে। 

এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, নগরের ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি থাকলেও সিদ্ধান্ত বদলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে হেফাজত।

জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে দোয়া মাহফিল করবেন। পরে প্রতিনিধিরা গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন।

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ভারতীয় দূতাবাসসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নিরাপত্তা জোরদার করেছি। ফোর্সের পাশাপাশি স্থানগুলোতে সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা আছে। নগরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।’

সরেজমিনে নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেল গেট এলাকায় পুলিশ বক্সের পাশে এবং বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। এছাড়া হাবিব লেন, ভারতীয় সহকারি হাইকমিশনের মূল ফটকে পোষাকী পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে সোমবার সকাল ১১টা থেকে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়েছেন হেফাজত নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে সমাবেশ চলছে।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে আজ কর্মসূচির ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।