ঢাকাMonday , 9 December 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৫৯ কেজি গাঁজাসহ, গ্রেফতার ১

admin
December 9, 2024 4:45 pm
Link Copied!

জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে পাচারের সময় ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেফতার করেছে র‌্যাব।

সদর উপজেলার ভাদসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

thumbnail_1000041978

গ্রেফতার ইব্রাাহিম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাখরাবাদ বলবদী গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ইব্রাাহিম কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতেন।

গত রাতে সে গাঁজার বড় একটি চালান পাচার করছে এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদে র‌্যাব সদস্যরা জয়পুরহাটের ভাদসা এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় একটি মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের ওপর রাবার ম্যাট দিয়ে ঢেকে রাখা ৫৯ কেজি গাঁজাসহ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

ওই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।