ঢাকাFriday , 20 December 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

admin
December 20, 2024 7:50 am
Link Copied!

কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বাস থেকে ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান।

গ্রেফতারকৃতরা হলেন- মাহাবুব আলম (৩২) ও তার স্ত্রী রাজিয়া বেগম (২৭)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আল হেলাল পুলিশ বক্সের বিপরীতে পাকা রাস্তার ওপর থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

ডিবি জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী মার্সা পরিবহনের একটি বাসে একজন মহিলা ও একজন পুরুষ ইয়াবা বিক্রির উদ্দেশে ঢাকায় আসছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিম ঘটনাস্থলে অবস্থান নেয়।  বাসটি আল হেলাল পুলিশ বক্সের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর আসলে বাসে থাকা ড্রাইভার ও হেলপারের সহায়তায় সন্দেহভাজন মাহাবুব আলম ও রাজিয়া বেগমকে বাস থেকে নিচে।

ইয়াবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তাদের কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। এরপর ডিবির টিম তাদের কাছ থেকে ২৯০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭০ হাজার।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকা এনে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।