ঢাকাSunday , 22 December 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

admin
December 22, 2024 8:27 pm
Link Copied!

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (২৪) নামে চট্টগ্রামের মিরসরাইয়ের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ১ টায় দেশটির ইমপ্লুজি এলাকার গভা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

মো: আমজাদ ওই মার্কেটের শহীদুল ইসলামের দোকানে কর্মরত ছিলেন। 

নিহত মো: আমজাদ মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার ব্যবসায়ী মো. রবিউল হোসেন সওদাগরের একমাত্র ছেলে।

জানা গেছে, দুই বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান আমজাদ। সেখানে একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিছুদিন আগে শহীদ ছুটিতে দেশে আসেন।

শনিবার রাতে দেশটির সন্ত্রাসীরা দোকানে তাকে একা পেয়ে গুলি করে হত্যা করে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী, ব্যবসায়ী মো.ইকবাল হোসেন জানান, শনিবার রাত দেড়টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানে আমজাদকে গুলি করা হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ সময় সন্ত্রাসীরা দোকান থেকে কোনো টাকা পয়সা নিয়ে যায়নি। ডাকাতির উদ্দেশ্যে নাকি শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বুঝা যাচ্ছে না।

তিনি জানান, আমজাদের মরদেহের ময়নাতদন্ত শেষে হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠাতে কয়েকদিন লাগবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।