ঢাকাThursday , 26 December 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের রাউজানে গাছের গাড়ি ছিনতাই, গুলিবিদ্ধ তিন

admin
December 26, 2024 9:12 pm
Link Copied!

চট্টগ্রামের রাউজানে গাছের গাড়ি ছিনিয়ে নিতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ শাহ (রা.) মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে।

গুলিবিদ্ধরা হলেন- পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া গ্রামের প্রয়াত আব্দুল বারেকের ছেলে জামাল উদ্দিন (৫৫), বাগোয়ানের গশ্চি গ্রামের আবু তাহেরের ছেলে মো. মামুন (৩২), আবুল হোসেনের ছেলে মাহবুব আলম (৩০)। তাদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চমেক পুলিশ ক্যাম্পের  উপ-পরিদর্শক আলাউদ্দিন। আহত জামাল উদ্দিনের  বড় ভাই মোজাম্মেল বলেন, গত বুধবার রাতে আমাদের এক নিকটাত্মীয়ের মালিকানাধিন গাছের গুড়ি ভর্তি একটি নছিমন রাঙ্গুনিয়ার শিলক হতে চট্টগ্রাম নগরের বলিরহাট নিয়ে যাচ্ছিল। গাড়িটি পাহাড়তলী চৌমুহনী পৌঁছালে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত  ছিনতাই করে উত্তরে কদলপুরের আশরাফ শাহ (রা.) মাজার গেইটের ভিতরে নিয়ে যায়। ওই আত্মীয় বিষয়টি খোঁজ নিতে বললে আমার ভাই অটোরিকশা যোগে সেখানে গেলে ছিনতাইকারীরা কিছু বুঝে উঠার আগেই গুলিবর্ষণ শুরু করে। এতে জামালসহ আরও দুইজন গুলিবিদ্ধ হন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, গাছের গাড়ি ছিনতাইয়ের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চালকসহ গাড়িটি উদ্ধার করে ছিনতাইকৃত গাছের গাড়িটি (নছিমন) উদ্ধার করে গাছের মালিকের কাছে হস্তান্তর করেছে।

গুলিবিদ্ধের ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।