ঢাকাTuesday , 7 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে মোটরসাইকেলের সিটের নিচে মিললো গাঁজা : আটক ১

admin
January 7, 2025 10:08 pm
Link Copied!

মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা লাল পলিথিন দিয়ে মোড়ানো ঘিয়া রংয়ের স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় মিলছে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবু মো. সিদ্দিকুজ্জামান।

প্রেসরিলিজ সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলার গংগাচড়ার ৫নং লক্ষীটারি ইউপির পূর্ব ইচলি মৌজাস্থ পূর্ব ইচলি গ্রামে কালীগঞ্জ টু রংপুরগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন পুলিশ।

অভিযানের সময় কাকিনার দিক থেকে আসা মোটরসাইকেল তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা লাল পলিথিন দিয়ে মোড়ানো ঘিয়া রংয়ের স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলার চড় এলাকার কবির আলীর ছেলে আসলাম মিয়া (২৮) কে আটক করা হয়।

রংপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবু মো. সিদ্দিকুজ্জামান বলেন, জব্দকৃত মালামালসহ গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। অন্যান্য আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।