ঢাকাThursday , 9 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি লতিফসহ দুই আসামি রিমান্ডে

admin
January 9, 2025 10:05 am
Link Copied!

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দোকানকর্মী মাহিন হত্যা মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া একই মামলায় তৌহিদুল ইসলাম নামে এক যুবলীগকর্মীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। 

চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে খুন হন দোকানকর্মী সাইমান প্রকাশ মাহিন। এ ঘটনায় নিহত মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় ৪৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল জাবেদ বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও যুবলীগকর্মী তৌহিদুল ইসলামের পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলাম। বুধবার শুনানির দিন ধার্য ছিল। মাননীয় আদালত সাবেক এমপি লতিফের একদিন এবং অপর আসামি তৌহিদুলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত বছরের ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ডবলমুরিং থানার একটি মামলায় এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হামলার কয়েকটি মামলায় আসামি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।