ঢাকাMonday , 13 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে র‍্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার

admin
January 13, 2025 11:28 am
Link Copied!

ফেনীতে পৃথক দু’টি অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি দলিল আহম্মদ দুলাল ভূঁইয়া এবং মোঃ ইসমাইল হোসেন মাসুদ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনী ১০ (ক) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ঈসমাইল হোসেন মাসুদ’কে (৩৭) ফেনীর কাজিরবাগ এলাকা হতে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে হেফাজতে নেয়। সে ফেনী সদর থানার ফলেশ্বর গ্রামের মোঃ ইউসুফের ছেলে। অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার দাগনভূঁইয়া থানার সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি দলিল আহম্মদ দুলাল ভূঁইয়া’কে (৫৫) ফেনীর জহিরিয়া মসজিদ এলাকা হতে রবিবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। সে ফেনী জেলার দাগনভূঁইয়া থানার লক্ষীপুর গ্রামের মৃত নুর ইসলাম ভূঁইয়ার ছেলে। সোমবার গ্রেফতারকৃত আসামিদের একজনকে ফেনী সদর মডেল থানা ও অপরজনকে দাগনভূঁইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।