ঢাকাFriday , 17 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

admin
January 17, 2025 6:55 pm
Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে উম্মে হাফছা তুহি (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত উম্মে তুহি চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া বাসিন্দা  আব্দুল হামিদের মেয়ে।

অভিযুক্ত শওকত হাসান মেহেদীর (২৩) উপজেলার ফাঁসিয়াখালী ৩ নং ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া।

নিহতের পিতা আব্দুল হামিদ জানান, আট মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিকভাবে আমার মেয়েকে নির্যাতন করতো সে।  অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ শুক্রবার বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে গেলে, এ সুযোগের ফাঁকা বাড়িতে এসে শওকত  অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে আমার মেয়েকে হত্যা করে। এ সময় আমার স্ত্রী পারভীন আক্তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারধর ও গুরুতর আহত করে পালিয়ে যায় সে। পরে গুরুতর আহত আমার স্ত্রীকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।