ঢাকাSaturday , 18 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ১২,২৬০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ২

admin
January 18, 2025 1:43 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ১২,২৬০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।

শুক্রবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার তুলাতলী এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ে জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার তুলাতলী মোড়া এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ০২ জন’কে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার ওয়ালা পালং গ্রামের আবদুল্লাহ আয়াচের ছেলে মাজিদ আহমদ (৩৫) ও কুতুবদিয়া থানার দক্ষিণ ধুরং গ্রামের মৃত আলী আহমেদের ছেলে মোঃ শাহাব উদ্দিন (৩৮)। পরে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হাতে থাকা ০২টি শপিং ব্যাগের ভিতরে নীল রঙের পলিজিপার প্যাকেটে বিশেষ কৌশলে রাখা ১২,২৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৭ লক্ষ টাকা। শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।