ঢাকাSunday , 19 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে, আটক ১

admin
January 19, 2025 10:24 am
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ সংলগ্ন খোয়াই নদীর বাঁধে করিমপুর সড়কে দুই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ১৭ জানুয়ারি রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আটক ব্যক্তি হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে ঘটনার দায় স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।

অভিযুক্ত পারভেজ ওই জেলার উবাহাটা গ্রামের মানিক মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী দুই নারী নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা সম্পর্কে একে অপরের আপন চাচাতো বোন।

এর আগে গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে এ ঘটনার পর স্থানীয়দের কাছে বিচার চেয়ে পাননি ভুক্তভোগীরা। পরে বাধ্য হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। নির্যাতনের শিকার  দুই বোনকে পুলিশ শনিবার বিকেলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নেন। সেখানে তারা ২২ ধারায় জবানবন্দী দেন। পরে তাদের মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম  জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছি এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।