ঢাকাMonday , 27 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

admin
January 27, 2025 10:12 pm
Link Copied!

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে দুইটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিজিবি।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়েছে। তবে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ৭নং এফডিএমএন ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের দ্বীন মোহাম্মদের ছেলে মো. শরিফ (১৮) ও ফকির আহম্মদের ছেলে মো. হাসিম (২০)।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গতকাল বিকালে গোপন সংবাদে জানা যায় টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং হতে উখিয়া কুতুপালংগামী একটি সিএনজিতে অবৈধ অস্ত্র রয়েছে‌। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। কিছুক্ষণ পর হোয়াইক্যং চেকপোস্টের কাছে একটি সিএনজি আসলে বিজিবি সদস্যরা সিএনজিটি তল্লাশির জন্য থামায়। পরবর্তীতে সিএনজিতে থাকা তিনজন আরোহীদের সন্দেহজনক আচরনের জন্য তাদের চেকপোস্টে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তাদের দুই জনের কোমড়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি পুরাতন বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।