ঢাকাThursday , 30 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অবৈধভাবে চাঁদা আদায়কালে, গ্রেপ্তার ৩

admin
January 30, 2025 11:31 pm
Link Copied!

শেরপুরে ব্যাটারি চালিত ইজিবাইক এবং অটোরিকশার চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে তিন চাঁদাবাজকে গ্রপ্তার করেছে যৌথবাহিনী। একইসঙ্গে উত্তোলিত চাঁদার ১০হাজার ৯৪০ টাকা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে চাঁদা আদায়কালে তাদের গ্রপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের আ. রশিদের ছেলে ইমাম হোসেন (৩৪), পশ্চিমপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে বাবুল মিয়া (২০) ও একই উপজেলার খুনুয়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ও সদর থানার পুলিশ দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায়।

এসময় ওই তিন চাঁদাবাজ সংগঠনের নামে ব্যাটারীচালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে এককালিন ৩০০ টাকা এবং মাসিক ১০০ টাকা করে চাঁদা আদায় করার সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তিন চাঁদাবাজকে শেরপুর সদর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।