ঢাকাThursday , 21 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির রামগড়ে মা–মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার

admin
August 21, 2025 10:26 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন : আমেনা খাতুন (৯৫), স্বামী মীর হোসেন; এবং তার মেয়ে রাহেনা আক্তার (৪৫), স্বামী প্রবাসী মোস্তফা।

প্রতিবেশী জয়নাল আবদীন জানান, নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দফা সামাজিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে আমেনা খাতুনকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছিল।

নিহতের বড় মেয়ে সালেহা বেগম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক প্রতিবেশী তাদের বাড়িতে গেলে দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করেন। তখনই মা ও মেয়ের গলা কাটা মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে বিষয়টি জানাজানি হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার (২০ আগস্ট) রাতেই ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।