ঢাকাThursday , 21 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে বিদেশী চকলেট ও ঔষধ জব্দ

admin
August 21, 2025 2:15 pm
Link Copied!

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) ; খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণের চকলেট ঔষধ ও পারফিউম জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার ২শত ৬০ টাকা।

সেনাবাহিনীর একটি লিখিত প্রেস রিলিজে জানান, গতকাল রাত সাড়ে এগারোটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি জি এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার আশেক এলাহী এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোন এলাকা চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশী অবৈধ চকলেট ঔষধ ও পারফিউম এর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ১৮ হাজার ২শত ৬০টাকা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি বলেন, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পন্য অবৈধ পন্থায় পাচার হচ্ছে এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ চোরাচালান রােধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের যে কােনো অপরাধমূলক কর্মকান্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।