ঢাকাMonday , 25 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ডাক্তার সেজে প্রতারণা, দালাল আটক

admin
August 25, 2025 9:51 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা এক লাশের পরিবারের কাছ থেকে ডাক্তার পরিচয়ে টাকা নেওয়ার সময় মেহেদী হাসান (৩৮) নামে একজন দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারকৃত মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবু জাফর আলীর ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি জমি সংক্রান্ত মারামারিতে নিহত হন। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

এ সময় মেহেদী হাসান নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার অজুহাতে নিহতের পরিবারের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে টাকা সহ গ্রেফতার করে।

নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন, ‘দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে মেহেদী হাসান আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে তিনি ৮ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন। আজও তিনি একই কৌশলে টাকা নেওয়ার সময় গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।