ঢাকাMonday , 25 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে এডিসিকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী গ্রেফতার

admin
August 25, 2025 10:39 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি জানায়, গত ১২ আগস্ট সকালে কারওয়ান বাজারে ছিনতাইকারীকে ধরতে গিয়ে আহত হন এডিসি সুমন রেজা। তিনি রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত।

ঘটনার পরদিন এডিসি সুমন রেজা বলেছিলেন, সেদিন সকাল সাড়ে নয়টার দিকে ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে গাড়িতে যাচ্ছিলেন তিনি। কারওয়ান বাজার মেট্রোরেলের পূর্ব দিকের লিফটের পাশে গাড়ি দাঁড়াতেই দেখেন এক পুলিশ সদস্য ও সাধারণ মানুষ মিলে একজনকে ধাওয়া করছে।

তিনি বলেন, ‘আমি তখন গাড়ি থেকে নেমে সেই ব্যক্তিকে জাপটে ধরি। কিন্তু খেয়াল করিনি, তার হাতে ছোট ছুরি ছিল। সঙ্গে সঙ্গে সে আমাকে ছুরি মারে। হাত রক্তাক্ত হয়ে যায়। এরপর আমি সেখান থেকে সরে যাই। পরে রাতে তেজগাঁও থানা পুলিশ জানায়, একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওই ঘটনায় ডিবি পুলিশ আরও একজনকে গ্রেফতার করে। যা সোমবার রাতে জানালো ডিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।