স্টাফ রিপোর্টার : রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি জানায়, গত ১২ আগস্ট সকালে কারওয়ান বাজারে ছিনতাইকারীকে ধরতে গিয়ে আহত হন এডিসি সুমন রেজা। তিনি রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত।
ঘটনার পরদিন এডিসি সুমন রেজা বলেছিলেন, সেদিন সকাল সাড়ে নয়টার দিকে ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে গাড়িতে যাচ্ছিলেন তিনি। কারওয়ান বাজার মেট্রোরেলের পূর্ব দিকের লিফটের পাশে গাড়ি দাঁড়াতেই দেখেন এক পুলিশ সদস্য ও সাধারণ মানুষ মিলে একজনকে ধাওয়া করছে।
তিনি বলেন, ‘আমি তখন গাড়ি থেকে নেমে সেই ব্যক্তিকে জাপটে ধরি। কিন্তু খেয়াল করিনি, তার হাতে ছোট ছুরি ছিল। সঙ্গে সঙ্গে সে আমাকে ছুরি মারে। হাত রক্তাক্ত হয়ে যায়। এরপর আমি সেখান থেকে সরে যাই। পরে রাতে তেজগাঁও থানা পুলিশ জানায়, একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওই ঘটনায় ডিবি পুলিশ আরও একজনকে গ্রেফতার করে। যা সোমবার রাতে জানালো ডিবি।
