ঢাকাTuesday , 26 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ১৬০০ গ্রাম আইস ও ইয়াবাসহ কুশ উদ্ধার : গ্রেফতার ৪

admin
August 26, 2025 8:01 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম আইস, বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ট্রেলিয়া থেকে আনা কুশ উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। অন্য অভিযানে গ্রেফতার হয়েছে আরও দুইজন।

সোমবার (২৬ আগস্ট) আদাবর, শেখেরটেকসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাইতুল আমান হাউজিং সোসাইটি একটি বাসা থেকে খাইরুল ইসলাম ওরফে রিয়ান (২৬) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে চার হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে রিয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে মিলন মোল্লার কাছ থেকে ১ এক কেজি ৬০০ গ্রাম ভয়ংকর মাদক মিথাইল এ্যামফিটামিন (আইস) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মূল মাদক ব্যবসায়ী সৌরভ ইসলাম শান্ত ওরফে তোফায়েল হোসেন শান্ত এবং ইয়াছমিন আক্তার আঁখি পলাতক রয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত মিলন মোল্লার বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। পলাতক সৌরভ ইসলাম শান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত গডফাদার। তার নামে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে একই দিন আরেকটি পৃথক অভিযানে পল্টন থানার পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাক থেকে টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ২৮০ গ্রাম উদ্ধারসহ শহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শুকুর মোহাম্মদ রিপন (৫০) নামে আরেকজনকে আটক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।