অনলাইন ডেস্ক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৫৪ কেজি গাঁজাসহ মো. মকবুল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
মাদক কারবারি মকবুল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ মো. মকবুল হোসেন আটক হন। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
