ঢাকাThursday , 28 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইট দিয়ে মাথা থেতলে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

admin
August 28, 2025 2:46 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় স্ত্রীকে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনায় হওয়া মামলায় স্বামী মো. আজিজ মিয়াকে (৫০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান জেলার লামা থানার মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আজিজ মিয়া একই জেলার আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং এলাকার নুরুল হকের ছেলে।

র‍্যাব গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূ পেশায় একজন পোশাকশ্রমিক ছিলেন। তিনি তার স্বামী সন্তানদের সঙ্গে কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় বসবাস করতেন। গত ৩০ জুলাই আজিজ মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা হয়। পরে ইট দিয়ে মাথা ও শরীর থেতলে স্ত্রীকে হত্যা করে আজিজ পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার একমাত্র আসামি আজিজ মিয়া।

আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।