কাতার প্রতিনিধি : বৃহস্পতিবার (২৮ আগস্ট) তারিখে কাতার মিরসরাই সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার কাতারের আজেজীয়া বিক্রমপুর হোটেলে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- প্রধান উপদেষ্টা আবুল হোসেন মিন্টু।
সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনির উপস্থাপনায় প্রবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এই সময় উপস্থিত ছিলেন- পরিচালনা কমিটির সভাপতি আলতাফ হোসেন ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তারেক উজ জামান।
উক্ত কমিটি ঘোষণা করেন সহ সভাপতি আব্দুল মান্নান।
উপদেষ্টা মণ্ডলির সদস্য প্রফেসর ফরহাদ হোসেন ও নুরুল করিম মানিক বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহ সভাপতি নুর নবী চৌধুরী।এতে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ মুছা মিয়াজী।

এ সময় বক্তব্য আরও রাখেন- বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজী ও যুগ্ম সাধারণ সম্পাদক সালা উদ্দিন মিয়াজী ।
বর্তমান পরিচালনা কমিটির সভাপতি আলতাফ হোসেনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্মানিত সভাপতি ঘোষনা দেন মিরস্বরাই কাতারের কোন প্রবাসী মারা গেলে ও কোন প্রবাসী অসুস্থ হলে সম্পূর্ন খরচ কমিটি বহন করবে।
রাতের খাবারের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি হয়।
