অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে নাপোড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। তার নাম অঞ্জন কান্তি বিশ্বাস (৫৭)।
হামলাকারী হিসেবে পুইছুড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল আহমদের নাম এসেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে পুইছুড়ি ইউনিয়নের নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস টমটম অটোরিকশায় করে নাপোড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় কলেজের সামনে পূর্ব থেকে ওত পেতে থাকা বাবুল তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করেন এবং কিলঘুষি মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত অঞ্জন কান্তি বিশ্বাস সিভয়েস’২৪কে বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করা হয়। কিলঘুষি মেরে টানাহেঁচড়া করে মারধর করা হয়েছে। আমার মোবাইল ভাঙচুর করা হয়েছে এবং আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘নাপোড়া বিট কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’
