রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টার দিকে অস্ট্রেলিয়ার নিউক্যাসেল শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. আদিব ফারহান (২০)।
তিনি ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মোশাররফ হোসেন ওরফে সুমনের ছেলে। তিনি অস্ট্রেলিয়ার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত ছিলেন।
নিহতের পরিবার জানায়, শিক্ষার্থী মো. আদিব ফারহান তার চার বন্ধুসহ রোববার ভোরে প্রাইভেটকারযোগে নাস্তা করতে বেরিয়েছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আদিব ফারহানসহ চার বন্ধু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিব ফারহানসহ দুই বন্ধুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্য দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শিক্ষার্থীর চাচা আবুল হাসনাত স্বপন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয় মাস আগে আদিব ফারহান উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যায়। পরিবারের সবচেয়ে বড় ও মেধাবী সন্তানের মৃত্যুর খবর শোনার পর থেকে তার মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, স্থানীয়ভাবে লোকজনের মুখে দুর্ঘটনার বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার জন্য কোনো সহায়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
