শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মহম্মদ মহাবুল মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসআই (নি.) সৌমিত্র সাহা, এএসআই (নি.) আবু আল ইমরানসহ ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে মহম্মদ মহাবুল মন্ডলের হেফাজত থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, জেলায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
