স্টাফ রিপোর্টার : রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান বিশেষ অভিযান, আসন্ন উৎসব ও জননিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তা নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
বড় শহরসহ গ্রামীণ এলাকায় টহল জোরদার করা হবে। উৎসব ও গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। দাঙ্গা, নাশকতা বা গুজব ছড়ানো রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
