রামুতে র্যাবের অভিযানে ২৩ হাজার ৯শ পিস ইয়াবাসহ একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রাতে রামুর খুনিয়াপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ অভিযান চালানো হয়। এবিষয়ে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পুলিশ সুপার ও সহকারি পরিচালক আ. ম. ফারুক সোমবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গতকাল অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে টেকনাফ থেকে রামুর দিকে আসা গাড়িটির মালিক, চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গাড়ির ফিল্টারের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
