অনলাইন ডেস্ক : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে র্যাবের অভিযানে ১৭.৬ কেজি গাঁজাসহ মো. একরামুল হক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান র্যাব-১৩, সিপিসি-রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল।
র্যাব জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মো. একরামুলের বাড়িতে অভিযান পরিচালনার সময় তার শয়নকক্ষের ওয়ারড্রব-এর ভেতর থেকে ১৭.৬ কেজি গাঁজা জব্দ করা হয়। একরামুল নাওডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
একরামুল দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে ।
