বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরপুর বোয়ালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত বাবুল শেখ উপজেলার নুরপুর বোয়ালী গ্রামের মৃত ওয়াহেদ শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি কয়েক দিন আগে তার মায়ের সঙ্গে নুরপুর বোয়ালী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে।
গত মঙ্গলবার বিকেলে বিস্কুট ও চকোলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবুল শেখ তার ঘরে মেয়েটিকে নিয়ে যায়। পরে ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি চিৎকার শুরু করে। এরপর প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে বাবুল শেখকে আটক করে পুলিশ।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
