ঢাকাFriday , 5 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ সীমান্তে ৫০ লাখ টাকা মূল্যের ৩ পিস স্বর্ণের বার উদ্ধার

admin
September 5, 2025 8:18 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকা থেকে তিন পিস স্বর্ণের বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩৪৯.৮০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

আটক আমিরুল ইসলাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আকামউদ্দিনের ছেলে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের পলিয়ানপুর বিওপি বিজিবির টহল দল বেলা ১১টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় সীমান্ত পিলার ৬০/১০৫-আর সংলগ্ন খোসালপুর গ্রামের রাস্তার ওপর হতে তিনটি স্বর্ণের বারসহ আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে বিজিবি।

জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক আমিরুল ইসলামকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্বর্ণের বারসহ আটক আসামি আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।