স্টাফ রিপোর্টার : জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে সজল মিয়া নামে একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত সজল মিয়া কেন্দুয়া কালিবাড়ি এলাকার শামীম মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১১ সেস্পেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি এ কারাদন্ড দেন।
এ সময় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন, প্রধান শিক্ষক সুমনুর রহমান উপস্থিত ছিলেন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি বলেন, গেল ৯ সেপ্টেম্বর বাংলাদেশ উচচ বিদ্যালয়ের তিনজন ছাত্রী ইভটিজিং এর অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।
এরপরেও আজ সকালে পুনরায় ছাত্রীদের ইভটিজিং করায় সজলকে আটক করে ছাত্র-ছাত্রীরা। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
