অনলাইন ডেস্ক : বিক্ষোভে উত্তাল নেপালে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিরাপত্তা শঙ্কা থাকায় দেশটি থেকে দেশে ফিরতে পারছিল না লাল-সবুজের দল। অবশেষে আজ বিমানবাহিনীর বিশেষ বিমানে করে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ত্রিভুবন বিমানবন্দর থেকে বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। এর ঘণ্টা দুয়েকের মধ্যে দেশে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি।
দুইটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচটি গোলশূণ্য ড্র করে বাংলাদেশ। কিন্তু একদিনের ব্যবধানেই নেপালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারবিরোধী আন্দোলন রূপ নেয় সহিংসতায়। তাতে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়।
