ঢাকাFriday , 12 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ বিশ্বকাপ : ২৪ ঘণ্টায় টিকিটের আবেদন দেড় মিলিয়ন

admin
September 12, 2025 8:18 pm
Link Copied!

খেলাধুলা ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের প্রাথমিক আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আবেদন পৌঁছে গেছে দেড় মিলিয়নের বেশি, জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে। এরপরের সারিতে আছেন আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানি। 

ফিফার চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, ‘এত বিপুল সংখ্যক আবেদন প্রমাণ করে, বিশ্বকাপ ২০২৬ গোটা বিশ্বে কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং এটি ফুটবল ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’

এই প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাইয়ের পর আবেদনকারীদের ই-মেইল দেওয়া হবে ১৯ সেপ্টেম্বর। পরবর্তীতে ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে ফুটবলভক্তরা টিকিট কিনতে পারবেন।

টিকিট ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। সরাসরি কোনো স্ট্যান্ড থেকে টিকিট কেনা যাবে না। প্রথম ধাপে যদি কোনো আসন ফাঁকা থাকে, তা পুনরায় বিক্রির জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই প্রক্রিয়া চলবে ফাইনাল ম্যাচ পর্যন্ত, অর্থাৎ ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত।

টিকিটের জন্য আবেদন করতে হলে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফিফা আইডি তৈরি করতে হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ফিফার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

ফিফা জানিয়েছে, টিকিটের প্রি-সেল ড্র সম্পূর্ণভাবে ওয়েবসাইটে প্রকাশিত নিয়মের অধীনে হবে। আবেদন করতে ন্যূনতম বয়স ১৮ বছর।

ভক্তরা গ্রুপ পর্বের টিকিট মাত্র ৬০ মার্কিন ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে শুরু করে কিনতে পারবেন। টিকিট বিক্রির সময় একক ম্যাচের পাশাপাশি ভেন্যু-নির্দিষ্ট ও দল-নির্দিষ্ট টিকিটও পাওয়া যাবে। টিকিটের দাম ক্যাটাগরিভেদে ধীরে ধীরে বাড়বে।

বিশ্বকাপের ফাইনাল টিকিটের দাম হবে ৬,৭৩০ মার্কিন ডলার (প্রায় ৮ লাখ ১৯ হাজার ৬৯৫ টাকা)। তবে চাহিদা অনুযায়ী এই দাম ওঠা-নামা করতে পারে।

উচ্চমূল্যের কারণে বিশ্বকাপের টিকিট নিয়ে সমালোচনা রয়েছে। গত জুনে ফিফা ক্লাব বিশ্বকাপেও টিকিটের দাম বেশি হওয়ায় বেশিরভাগ ম্যাচে গ্যালারি ফাঁকা ছিল। এমন পরিস্থিতিতে বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়ার নজিরও দেখা গেছে।

প্রাথমিকভাবে শুধু ভিসা কার্ডধারীরাই ২০২৬ বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন করতে পারবে। মাঠে দেখা যাবে ৪৮ দলকে, টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১৬টি ভেন্যুতে খেলা হবে—যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং কানাডায় ২টি।

ফিফা আশা করছে, ৪৮ দল ও ১০৪ ম্যাচের এই বিশ্বকাপে ৬.৫ মিলিয়ন দর্শক অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।