ঢাকাSaturday , 13 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওমানে দেয়াল ধসে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু!

admin
September 13, 2025 8:18 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নির্মাণাধীন দেয়াল ধসে মোহাম্মদ আইয়ুব আলী (৫৫) নামের চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে দেশটির মাস্কাটের মুবেলা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মোহাম্মদ রমজান আলীর ছেলে। তিন ছেলে ও এক মেয়ের জনক আইয়ুব দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন।

জানা যায়, ওমানে ঠিকাদারির কাজ করতেন তিনি। সাতজন কর্মী নিয়ে একটি দেয়াল নির্মাণে অংশ নেন আইয়ুব আলী। নিজেও কাজ করছিলেন।

সঙ্গে ছিলেন তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাতো ভাই মোহাম্মদ জাফর। কাজের এক পর্যায়ে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। অন্যরা সরে যেতে পারলেও আইয়ুব দেয়ালের নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করলেও অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।

নিহতের ছোট ভাই মোহাম্মদ লিয়াকত আলী জানান, দেয়াল ধসে আইয়ুব আলী নিহত হয়েছেন। কয়েকজন শ্রমিক নিয়ে তিনি কাজ করছিলেন।

এ সময় দেয়ালটি ভেঙে পড়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এদিকে শনিবার দুপুরে মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে পরিবারে শোকের মাতম শুরু হয়। আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন বাড়িতে ভিড় জমায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।