ঢাকাSaturday , 13 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চুরি হওয়া টাকা ও মোটরসাইকেলসহ গ্রেফতার ১

admin
September 13, 2025 5:59 pm
Link Copied!

রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ও চুরির টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এসময় কাউছার আহমেদ (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

বনানী থানা সূত্রে জানায়,  মুস্তাজিরুল শোভন ইসলাম নামে এক ব্যবসায়ী বানানীতে বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে নিজ ফ্ল্যাটে রাতের খাবার শেষে তিনি ও তার পরিবার ঘুমিয়ে পড়েন। পরের দিন ১০ সেপ্টেম্বর সকালে দিকে শোভন ঘুম থেকে উঠে তার শয়নকক্ষে জিনিসপত্র এলোমেলো অবস্থায় এবং ওয়াল আলমারির দরজা খোলা এবং ভেতরে রাখা ব্যবসায়িক লেনদেনের জন্য সংরক্ষিত হ্যান্ড সুটকেস মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। হ্যান্ড সুটকেস ব্যবসায়িক কাজের জন্য রক্ষিত ৩০ লাখ টাকা অজ্ঞাত চোর চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মুস্তাজিরুল শোভন ইসলাম বনানী থানায় একটি চুরির মামলা করেন।

থানা সূত্রে আরও জানায়, মামলার পর শুক্রবার রাতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আসামি মো. কাউছার আহমেদকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. কাউছার আহমেদ উদ্ধারকৃত টাকা চুরি করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।