ঢাকাSunday , 14 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিবি পরিচয়ে ডাকাতি : গ্রেফতার ৩

admin
September 14, 2025 6:08 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় দুর্ধর্ষ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর, বাবুবাজার ও চাঁদপুর জেলার হাইমচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন ; মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪), মো. টিটু মিয়া (৩২), মো. মিঠু মিয়া (৪৮)। এসময় তাদের হেফাজত থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, জনৈক মো. সেলিম মোল্লা বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২৯ আগস্ট জনৈক নুর আলম যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এআর প্রিন্টারস থেকে কোতয়ালী থানাধীন নয়াবাজারে আর্ট পেপার পরিবহনের জন্য বাদীর ট্রাক ভাড়া করেন।

৩০ আগস্ট রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে আর্ট পেপারগুলো ট্রাকে পরিবহনের সময় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল পশ্চিমপাড়া পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রাকের গতিরোধ কর নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালান দেখতে চায়। ‘চালানে সমস্যা আছে’ অভিযোগ করে তারা ট্রাকের চালক রাহাত ও হেলপার মোশারফের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় ট্রাকের পেছনে থাকা চারজন শ্রমিক ভয়ে পালিয়ে যায়। ডাকাতরা চালক রাহাতকে ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটি ডেমরার দিকে চালাতে বাধ্য করে। মৃধাবাড়ী ইউটার্নের কাছে পৌঁছে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

ডিসি তালেবুর রহমান বলেন, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মনোয়ার হোসেন সকাল ওরফে বাবুকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ২টার দিকে হাইমচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে টিটু মিয়াকে আটক করা হয়। ওইদিনই রাত সাড়ে ৯টার দিকে বাবুবাজার এলাকা থেকে মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীসময়ে তাদের দেওয়া তথ্যে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করে পুলিশ।

তালেবুর রহমান বলেন, গ্রেফতাররা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা রাজধানীর নয়াবাজার এলাকার ব্যবসায়ীদের পণ্যবাহী ট্রাকগুলোকে অনুসরণ করে। পরে সুবিধাজনক স্থানে পথরোধ করে আইনশৃঙ্খলা বাহিনী বা ডিবির পরিচয় দিয়ে ট্রাকের সব মালামাল লুটে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।