ঢাকাThursday , 18 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের তুমব্রু সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

admin
September 18, 2025 7:50 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের মধ্যপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আটক ব্যক্তিরা হলেন : একই এলাকার বক্তার আহমদের ছেলে মো. আরফান অপি (১৯) এবং উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১১ ব্লকের আবুল বাসারের ছেলে মো. জিয়াবুল হক (৩৬)।

লে. কর্নেল খায়রুল আলম বলেন, বৃহস্পতিবার ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক ৩ ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে তারা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা ছোট একটি ব্যাগ ফেলে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর একজন দ্রুত গহিন জঙ্গলের ভেতর পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া ৩০ হাজার ইয়াবা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, পলাতক মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।