ঢাকাThursday , 18 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের অভিযানে অবৈধ বিদেশি পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

admin
September 18, 2025 4:57 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদেশি পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব ১৩।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, চলমান অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের কোতয়ালী থানার আস্কারপুর ইউনিয়নের খানপুর সাকিন এলাকার মাহবুবর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘর তল্লাশি করে শোকেসের ড্রয়ারে কালো রঙের পলিথিনের ভেতর মোড়ানো ১টি অবৈধ বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। দুটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি ছিল।

এসময় র‌্যাবের অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন মাহবুবর রহমান।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সারাদেশের মতো র‌্যাব ১৩ এর আওতাধীন এলাকায় নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে পলাতক মাহবুবর রহমানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।