স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মদ, ঔষধ ও কাপড়সহ প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তের ভোমরা, কুশখালী, চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী ও ঝাউডাঙ্গা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষটি নিশ্চিত করেছেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর মধ্যে কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬৮ বোতল এবং তলুইগাছা সীমান্ত থেকে ৩০ বোতল মদ আটক করা হয়।
এছাড়া ছবেদার মোড়, দক্ষিণ বড়ালী, শ্মশ্বান, মোল্লাপাড়া, লাঙ্গলঝরা, কাপালিপাড়া, বরই বাগান ও কালিয়ানী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও থ্রি-পিস আটক করা হয়।
এসব মালামালের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৬৬ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মাল বাংলাদেশে আনা হচ্ছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, অভিযানে জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণে পাঠানো হয়েছে।
