ঢাকাFriday , 19 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রশি দিয়ে ফাঁদ পেতে ডাকাতি, যুবক নিহত

admin
September 19, 2025 1:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মহাসড়কে রশি দিয়ে ফাঁদ পেতে ডাকাতির সময় মারধরে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩৩)। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মধ্যরাতে মালুমঘাট এলাকায় একদল ডাকাত মহাসড়কে রশির ফাঁদ পেতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় দুটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে আরোহীদের আটকানো হয়। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা সবকিছু লুট করা হয়। এতে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।

ওসি তৌহিদুল আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।