ঢাকাFriday , 19 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেফতার

admin
September 19, 2025 4:09 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

গ্রেফতার সাকিব ওরফে বাবু (২৩) শরীয়তপুরের জাজিরা থানার মোমিন আলী ফরাজী কান্দি গ্রামের মজিবর মাদবরের ছেলে।

এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, গ্রেফতার সাকিব ও তার সহযোগীরা ২০২০ সালের ২৫ জুন পারস্পরিক যোগসাজসে জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাদবরকে (১৫) অপহরণ করে এবং তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে সাকিব ও তার সহযোগীরা শাকিল মাদবরকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে স্থানীয় নির্মাণাধীন রেল সেতুর পাশে পুতে রাখেন।

এ ঘটনায় সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে জাজিরা থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে আদালত বিচারকার্য সমাপ্তির পর গ্রেফতারকৃত আসামি সাকিবকে মৃত্যুদণ্ড দেন। সেই মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন সাকিব (মৃত্যুদন্ড প্রাপ্ত বন্দি নং—৫৩৩৩/এ)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি সাকিব গত বছরের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায় এবং আত্মগোপন করেন। কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় মামলা করেন।

গ্রেফতার এড়াতে সাকিব দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

এটিইউর একটি চৌকস দল গাজীপুরের কোনাবাড়ী থানার অধিযাচনপত্রের ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।