অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরে গোয়েন্দা পুলিশের (ডিবি–বন্দর) অভিযানে মোবাইল চোর চক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ১৪৮টি চুরি করা মোবাইল ফোন এবং দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে দুটি আইফোনও রয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকায় অভিযান চালায় ডিবি–বন্দর বিভাগের টিম-৫১।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর চান্দগাঁও থানার খাজারোড এলাকার বাসিন্দা মো. আকবর হোসেন ডিবি অফিসে অভিযোগ করেন, তার ২৪ আগস্ট চুরি হওয়া Vivo Y03t মডেলের মোবাইল ফোন উদ্ধারের জন্য।
অভিযোগের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার মো. আবু বকর সিদ্দিকের নির্দেশনায় এসআই মো. ইমাম হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুরাতন রেলস্টেশনের একটি মোবাইল দোকানে অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮টি মোবাইল ফোন।
সোহেল মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী স্টেশন রোডের চৈতন্যগলির একটি বহুতল ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে ২৭ বছর বয়সী আব্দুল হাকিম রাকিব ও ২০ বছর বয়সী মো. ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাসা থেকে আরও ১০০টি মোবাইল ফোন এবং দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয় ।
ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার তিনজনই একটি সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই করে মোবাইল সংগ্রহ করে বিক্রি করত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও কয়েকজন সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল মিয়ার বিরুদ্ধে এর আগেও চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় ৪১৩/৩৪ ধারায় মামলা রয়েছে।
