ঢাকাSunday , 21 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপ ; সুপার ফোরে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান

admin
September 21, 2025 11:02 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : এশিয়া কাপে আবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে ম্যান ইন গ্রিনরা আগে ব্যাট করে ছোট সংগ্রহেই থেমে গিয়েছিল। তবে এবার সূর্যকুমার যাদবদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে পেরেছেন সালমান আঘারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে সাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৫৮ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানের সংগ্রহ করেছে। 

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে দ্রুতই আগ্রাসী সূচনা এনে দেন নতুন ওপেনিং জুটি ফারহান ও ফখর জামান। দুজন মিলে স্কোরবোর্ডে ২১ রান যোগ করতেই তৃতীয় ওভারেই থার্ড-আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হার্দিক পান্ডিয়ার বলে বিদায় নেন ফখর। ৯ বল খেলে ১৫ রানের ইনিংসে মারেন তিনটি চার।

এরপর ইনিংসের ভার কাঁধে নেন ফরহান। সাইম আইয়ুবকে নিয়ে গড়েন একপেশে ৭২ রানের জুটি। সাইম ১৭ বলে ২১ রান করে শিভম দুবের শিকার হন ১১তম ওভারে। তবুও থামেননি ফরহান। ১৭ রানের ছোট জুটি গড়েন হোসেইন তালাতের সঙ্গে (১০), কিন্তু ১৫তম ওভারে শিভম দুবে শেষ করেন তার লড়াই।

 

৪৫ বলে ৫৮ রান করে ইনিংসের সেরা স্কোরার হন ফারহান। ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। ফারহান আউট হওয়ার পর পাকিস্তানের রানের চাকা ঘুরতে থাকে ধীরগতিতে। অধিনায়ক সালমান আলি আঘা ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ মিলে গড়েন গুরুত্বপূর্ণ ৩৪ রানের জুটি। নওয়াজ খেলেন ১৯ বলে ২১ রানের ইনিংস, একটি চার ও একটি ছক্কা ছিল এতে। আঘা করেন ১৩ বলে ১৭ রান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।