আটক যুবকের নাম মো. আশিক মন্ডল (২৪)। তিনি কুষ্টিয়ার গৌড়দহ গ্রামের বাসিন্দা তাহের মন্ডলের ছেলে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়।
এ সময় লাল রঙের পালসার মোটরসাইকেলযোগে এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আসামি আশিক মন্ডল স্বীকার করেন যে তিনি কৌশলে পেটের ভিতরে ইয়াবা বহন করছিলেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো হলে তার শরীর থেকে ৬৫টি পোটলা বের হয়, যার মধ্যে মোট ৩,২২৮ পিস ইয়াবা পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, আশিক মন্ডল জানিয়েছেন যে তিনি উখিয়ার পালংখালী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
