ঢাকাMonday , 22 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে পেটের ভিতর ৩২০০ ইয়াবা!

admin
September 22, 2025 6:43 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় ইয়াবা বহনকালে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তার পেট থেকে ৩২২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বহনের দায়ে একটি মোটর সাইকেল জব্দ করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে এ অভিযান চালানো হয়। 

আটক যুবকের নাম মো. আশিক মন্ডল (২৪)। তিনি কুষ্টিয়ার গৌড়দহ গ্রামের বাসিন্দা তাহের মন্ডলের ছেলে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়।

এ সময় লাল রঙের পালসার মোটরসাইকেলযোগে এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আসামি আশিক মন্ডল স্বীকার করেন যে তিনি কৌশলে পেটের ভিতরে ইয়াবা বহন করছিলেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো হলে তার শরীর থেকে ৬৫টি পোটলা বের হয়, যার মধ্যে মোট ৩,২২৮ পিস ইয়াবা পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, আশিক মন্ডল জানিয়েছেন যে তিনি উখিয়ার পালংখালী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।