ঢাকাWednesday , 24 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে দুর্ঘটনায়, নিহত : ২

admin
September 24, 2025 5:23 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে এক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পূর্বাচল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সোহেল রানা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে তাদের ময়নাতদন্ত করা হয়।

নিহতরা হলেন : রাজধানীর কাফরুল থানার কামাল খান রোডের জসিম উদ্দিনের ছেলে আবরার কবির দিপ (২১) ও শ্যাওড়াপাড়া এলাকার সেকান্দারের ছেলে সুমন (২০)।

আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী রাব্বি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশ পরিদর্শক সোহেল রানা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, পূর্বাচলে ৩০০ ফুট সড়কে পাশাপাশি দুটি মোটরসাইকেলে প্রতিযোগিতা চলছিল।

সড়কটির কাঞ্চনমুখী লেনে অতিরিক্ত গতির মোটরসাইকেল দুটি নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল সড়ক বিভাজকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। অপর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বেসরকারি আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দু’জন মারা যান এবং পরে রাব্বিকে কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

হতাহতরা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে, আগেই মোটরসাইকেলটির আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পরে মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।