ঢাকাWednesday , 24 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান ; ভারতীয় মালামাল জব্দ

admin
September 24, 2025 6:02 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুশখালী, কাকডাঙ্গা, ভোমরা, ঝাউডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়।

এর মধ্যে কাকডাঙ্গা সীমান্ত থেকে ৩ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি, চান্দুরিয়া সীমান্ত থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ওষুধ, মাদরা সীমান্ত থেকে ৫২ হাজার ৫০০ টাকার শাড়ি, কালিয়ানী সীমান্ত থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, কুশখালী ও ভোমরা সীমান্ত থেকে ৭০ হাজার টাকার ওষুধ এবং ঝাউডাঙ্গা সীমান্ত থেকে ২৪ হাজার ৫০০ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৭ লাখ ৯৭ হাজার টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশিয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত মালামাল শীঘ্রই সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হবে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ, স্থানীয় শিল্পের সুরক্ষা এবং তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

স্থানীয়রা বিজিবির এ অভিযানে সন্তোষ প্রকাশ করে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।