স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে ওয়ারেন্টভুক্ত, মাদক মামলা ও ফৌজদারী আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন : মাদক মামলার আসামী উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপোলমোগরা গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে রেজাউল করিম (৪৮), ওয়ারেন্টভুক্ত আসামী মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে বাবুল (২৭), ফৌজদারী আসামী মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের ওয়াহেদুর রহমানের ছেলে ওমর ফারুক (২১), করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগরের আবুল কালামের ছেলে নাজমুল হামিদ (২১), সীতাকুন্ড উপজেলার পশ্চিম আমিরাবাদ গ্রামের জয়নাল আবেদীনের সাজ্জাদ হোসেন সাকিব (২২), মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমবাড়িয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে কায়সার সিদ্দিক ফাহাদ (২২), মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের নুরুল করিমের ছেলে তারেক হোসেন (২০)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামি ও ফৌজদারী মামলার আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
