স্টাফ রিপোর্টার ; মিরসরাইয়ে পরোয়ানাভূক্ত, মাদক মামলা ও ফৌজদারী আসামীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান।
গ্রেফতাররা হলো মাদক মামলার আসামী উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মটবাড়িয়া এলাকার ফিরোজ খানের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৬), পরোয়ানাভূক্ত আসামী মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে মনিরুল ইসলাম পারভেজ (৩৪), ফৌজদারী আসামী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হলদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শয়নশ্রী চৈলতাবাড়ির তাজ উদ্দীনের ছেলে জিয়াউদ্দীন সুমন (২০) ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে মো. হাসান (১৯)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত আসামী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামী ও ফৌজদারী মামলার আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহসস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
