ঢাকাThursday , 25 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেনা অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

admin
September 25, 2025 2:53 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ভয়ঙ্কর কিশোর গ্যাং গ্রুপ ‘আই ডোন্ট কেয়ার’ এর চার সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতার হওয়া কিশোর গ্যাং সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে থানার লুট হওয়া অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ কয়েকটি ককটেল বোমা উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতারের পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলেন: সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।

জানা যায়, ‘আই ডোন্ট কেয়ার’ নামক একটি গ্রুপের ৪ জন সদস্যকে প্রথমে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য মতে পরদিন দিনভর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে একটি শটগান, ১৪ রাউন্ড গুলি, ৪টি তাজা ককটেল বোমা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

‎আটককৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প কর্তৃক মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মোহাম্মদপুর থানা থেকে চুরি হওয়া একটি শটগান এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গতকাল রাতে ককটেল বোমাসহ আটকৃত কিছু আসামিদের তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের এক পর্যায়ে আমরা একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হই। সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং এই দৃঢ়তা বজায় রাখতে আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রম সম্পাদনের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।