ঢাকাFriday , 26 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ ; নিহত ৩

admin
September 26, 2025 2:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে।

শুক্রবার সকাল সাতটার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং সিএনজি চালিত অটোরিকশাচালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) এবং মেয়ে রূপা মনি দাস (১২)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিপুল চন্দ্র দাস পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। দুর্গাপূজার ছুটিতে পরিবারের সঙ্গে তিনি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।

শুক্রবার ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় এসে সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যান। গুরুতর আহত মমতা রানী ও তার মেয়ে রূপা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জামিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।